Tuesday, June 30, 2015

নারীদের নিরাপত্তায় নতুন অ্যাপ

বিপদে পড়লেই সেই খবর পৌঁছে যাবে পুলিশ ও পরিচিতদের কাছে। ভারতে এমনই একটা অ্যাপ আনল উত্তরপ্রদেশ সরকার।
বিপদে পড়লে নারীরা যদি অ্যাপটি খুলে একটি বিশেষ সুইচে আঙুল দেন, তৎক্ষণাৎ সেই খবর পৌঁছে যাবে সব থেকে কাছের পুলিশ স্টেশনে। পুলিশ সঙ্গে সঙ্গে জানতে পারবে ওই নারীর অবস্থান।
নারীদের জন্য খোলা বিশেষ হেল্পলাইনেরই একটি অংশ এই অ্যাপ। অ্যাপটির নাম দেওয়া হয়েছে ১০৯০।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেছেন, ‘অন্য কোনো রাজ্যে এই ধরনের সুবিধা নেই।’

ফেসবুক ফেনপেজটিতে প্রতিদিন ১০০+ লাইক পেতে করনিয়

শখের বশে বা ব্যবসায়িক কারনে ফেসবুকে ফেনপেজ খোলার পর একে পরিচিত করা খুব কঠিন কাজ যদি বড় পেজ গুলো আপনাকে সহযোগীতা না করে । সাধারণত দেখা যায় বড় বড় পেজ গুলো ছোট পেজ গুলোকে সহয়তা করছেনা তাই আপনার পেইজটি এখনো ১০০ বা  ১,০০০ এর কোঠা ই ছারাতে পারছেনা হাজার প্রচারনা করার পরও।
তাই এই পদ্ধতি নিয়ে এলাম আপনার জন্য যেন প্রতিদিন কমপক্ষে ১০০ টা লাইক পায় আপনার পেজটি । ১০ দিনে ১,০০০ এর ও বেশি হয়ে যাবে আপনার ফেন এর সংখ্যা । তবে যারা আপনার ফেনপেজটিতে লাইক করবে তারা হয়ত কেও ই বাংলাদেশী না হতে পারে । এবার আপনার প্রশ্ন “তাহলে লাভ কি যদি বাংলাদেশী ই না হয় ?”